শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রতিনিধিদের সঙ্গে অবহিতকরণ সভা 

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রতিনিধিদের সঙ্গে অবহিতকরণ সভা 

‘স্মার্ট স্কিলস ফর স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোমবার (১১ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও এসইআইপি প্রকল্প অর্থবিভাগ অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্ত্বে প্রধান অতিথি ছিলেন, এসইআইপির নির্বাহী প্রকল্প পরিচালক ও  অর্থবিভাগ অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব  ফাতেমা রহিম ভীনা।

 এসময় অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব এসইআইপি সহকারী নির্বাহী প্রকল্প পরিচালক আছমা আরা বেগম, অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব এসইআইপি সহকারী নির্বাহী প্রকল্প পরিচালক ভূঁঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিক, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি মং সার্কেলের রাজা সাচিং প্রু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মুসলেমউদ্দীন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়াসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা। 

টিএইচ