সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

খাগড়াছড়িতে পুনাকের উদ্যোগে কর্মশালা  

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে পুনাকের উদ্যোগে কর্মশালা  

‘সচেতন রই সাইবার স্মার্ট হই’ এই  প্রতিপাদ্যকে সামনে রেখে পুনাকের উদ্যোগে খাগড়াছড়ি জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় গত বৃহস্পতিবার দিনব্যাপী খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সাইবার ক্রাইম, ইভটিজিং ও সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

এসময় স্কুলগামী শিক্ষার্থীদের নিকট হতে পুলিশ সুপার তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেগুলো সমাধানের নির্দেশনা প্রদান করেন। 

সাইবার নিরাপত্তা ও ইভটিজিং বিষয়ক বিভিন্ন সমস্যার সতর্কতামূলক নির্দেশনা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার  বলেন, আমার কোনো মেয়ে নেই, আজ থেকে এই বিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী পুলিশ সুপারের মেয়ে। 

তিনি সকল শিক্ষার্থীদেরকে পুলিশ সুপারের মেয়ে পরিচয় দিতে আহ্বান করেন। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উদ্দেশ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন সতর্কতামূলক দিকনির্দেশনা প্রদান করেন। 

প্রশ্নোত্তর পর্বে প্রাপ্ত অভিযোগের বিষয়ে সদর থানার ওসি এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলকে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থী, অভিভাবক ও সম্মানীত শিক্ষকদের মধ্যে জেলার সকল থানার গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বার প্রদান করেন এবং বাংলাদেশ পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ জরুরি প্রয়োজনে কল করার জন্য গুরুত্বারোপ করেন এবং সকল থানা এলাকায় স্কুল/কলেজ শুরু ও শেষের সময় নিয়মিত টহল ডিউটি বৃদ্ধির নির্দেশ প্রদান করেন।

এ সময় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. তফিকুল আলম, খাগড়াছড়ি বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানু চাকমা সদর থানার ওসি তানভীর হাসান, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চম্পানন চাকমাসহ শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।
 
টিএইচ