বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

খাগড়াছড়িতে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

খাগড়াছড়িতে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট  উদ্বোধন করা হয়েছে। গত সোমবার খাগড়াছড়ি স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)। উদ্বোধনী ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করেছে, রামগড় একাদশ বনাম গুইমারা একাদশ।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তারের সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মো. শানে আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।

এসময়  বিশেষ অতিথি ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. জসীম উদ্দিন পিপিএম, খাগড়াছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান  মো. দিদারুল আলমসহ জেলা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা, খেলার পরিচালক, সহকারী পরিচালক, দুই দলের খেলোয়াড়, বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সরকারি বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। 

খাগড়াছড়ি পুলিশ সুপার বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সুস্থ-সবল নাগরিক চাই। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধের উপলব্ধি ঘটে, যা আমাদের চারিত্রিক বিকাশ ঘটাতে সাহায্য করে। 

টিএইচ