খাগড়াছড়িতে বন বিভাগের অভিযানে ২ জিপ অবৈধ জ্বালানি কাঠ জব্দ করেছেন খাগড়াছড়ি বনবিভাগ। শনিবার (১৩ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞার দিক নির্দেশনায় খাগড়াছড়ি রেঞ্জ কর্মকর্তা এসএম মোশারফ হোসেনের নেতৃত্বে রেঞ্জ অফিসের ফরেস্টারসহ জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন খাগড়াছড়ি-দীঘিনালা সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে জ্বালানি কাঠ বোঝাই দুটি জিপ আটক করা হয়।
খাগড়াছড়ি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এসএম মোশারফ হোসেন জানান, জ্বালানি কাঠের বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় জ্বালানি কাঠভর্তি দুটি জিপে আনুমানিক মোট ২২০ ঘন ফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়। বন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
টিএইচ