সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

খাগড়াছড়িতে শিক্ষাবৃত্তি বিতরণ  

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে শিক্ষাবৃত্তি বিতরণ  

খাগড়াছড়ি জেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে ৫১৭জন মেধাবী শিক্ষার্থীর মাঝে দুই কোটি টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউটের অডিটোরিয়ামে এ শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। 

বিশেষ অতিথি ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার হোম সিস্টেমের প্রকল্প পরিচালক ও উপ-সচিব মো. হারুন-অর-রশিদ, খাগড়াছড়ি পুলিশ সুপার  মো. নাইমুল হক, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, পৌরমেয়র নির্মলেন্দু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া প্রমুখ।

খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলায়  বিশ্ববিদ্যালয়ের ৪৪৫ জন ও কলেজ পর্যায়ে ২৭২জনসহ মোট ৭১৭ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। কলেজ পর্যায়ে ৭ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১০ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-সাংবাদিক, সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।

টিএইচ