শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

খাগড়াছড়ি জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা 

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা 

খাগড়াছড়ি জেলা পুলিশের সকল সদস্যদের কল্যাণে পুলিশ সুপার সর্বদা বদ্ধ পরিকর। এই লক্ষ্য অর্জনে খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে সব অফিসার ও ফোর্সের সঙ্গে বিশেষ মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত শনিবার খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার)। পরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অক্টোবর মাসের আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর কল্যাণ সভায় পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিকট থেকে পুলিশ লাইন্সের মেসের খাবার, আবাসন, রেশন, পরিবহন, ডিউটি সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও প্রস্তাবের বিষয়ে শুনেন এবং সমস্যাগুলো সমাধানের সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রাদন করেন। 

নভেম্বর মাসে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় খাগড়াছড়ি জেলা পুলিশের ৪ জন পুলিশ অফিসারকে অভিন্ন মানদণ্ডের আলোকে অত্র জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন  রামগড় সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার, মো. নাজিম উদ্দিন, শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন- মানিকছড়ি থানার মো. আনচারুল করিম, শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন- মানিকছড়ি থানার সমুন কান্তি দে, শ্রেষ্ঠ এএসআই-নির্বাচিত হয়েছেন- মাটিরাঙ্গা থানার মো. কামরুল আরেফিন চৌধুরীকে নভেম্বর  মাসের কল্যাণ সভায় সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার।

এছাড়াও বিভিন্ন প্রশংসনীয় কাজের জন্য থানাভিত্তিক আইজিপি কর্তৃক প্রদত্ত ০৯ টি বিশেষ পুরস্কার পুলিশ সুপার সংশ্লিষ্ঠ অফিসারদের মধ্যে বিতরণ করেন এবং তাদেরকে কর্মদীপ্ত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। 

আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে কল্যাণ সভা পরবর্তীতে সমপ্রতি পিআরএলগামী খাগড়াছড়ি জেলা পুলিশের ১৬ জন পুলিশ সদস্যদের অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অবসরজনিত বিদায়ী অতিথিদের ক্রেস্ট প্রদান করেন খগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ পুলিশ সুপার। 

টিএইচ