‘প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী রেহানা ফেরদৌসির উদ্যোগে পুলিশ লাইন্স খাগড়াছড়ি বিভিন্ন অনাবাদি জমিতে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়।
গত ১০ জুন বিকাল সাড়ে ৪টার দিকে খাগড়াছড়ি পুনাকের আয়োজনে পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ির পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী।
এ সময় খাগড়াছড়ি পুনাকের সহসভানেত্রী ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) মাহমুদা বেগমসহ পুনাকের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী বলেন, পুনাক পূর্বেও আর্তমানবতার সেবায় কাজ করে এসেছে। বর্তমানেও এ ধারা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আর বর্ষাকাল বৃক্ষরোপণের সবচেয়ে উপযোগী সময়। বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ দিবস উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতিও পরিবেশ রক্ষায় পুলিশ লাইন্সের সার্বিক কল্যাণে অনাবাদি জমিতে আবাদ শুরু করছে; যার উদাহরণ রয়েছে পুনাক সবজিবাগান, পুনাক ড্রাগন বাগান, পুনাক পুকুর, পুনাক খামার ইত্যাদি।
বর্তমানে ফলদ, বনজ ও ঔষধিসহ প্রায় শতাধিক বৃক্ষরোপণ করে এক অনন্য মাত্রা যোগ করেছে পুনাক খাগড়াছড়ি, যা খাগড়াছড়িসহ সারা দেশের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
টিএইচ