বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

খানসামায় কারিগরি বিষয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

খানসামায় কারিগরি বিষয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুরের খানসামা ডিগ্রি কলেজের আয়োজনে কারিগরি শিক্ষার গুরুত্ব ও বর্তমান প্রেক্ষাপটবিষয়ক সেমিনার রোববার (১১ জুন) সকালে কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

 খানসামা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও ইউনাইটেড খানসামার আহ্বায়ক আশেকুর রহমান। 

তিনি বর্তমান শিক্ষার প্রেক্ষাপটে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সেমিনার শেষে তিনি কলেজ মাঠে বৃক্ষ রোপণ করেন। শেষে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেন। সেমিনারে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

টিএইচ