শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩১
The Daily Post

খানসামায় গাঁজাসহ তিন যুবক গ্রেপ্তার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি 

খানসামায় গাঁজাসহ তিন যুবক গ্রেপ্তার

দিনাজপুরের খানসামায় অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ তিন যুবকে গ্রেপ্তার করেছে থানা  পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের পশ্চিম ঘাটপার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নাজমুল হুদা, সবুজ এবং খায়রুল। তাদের সবার বাড়ি পার্শ্ববর্তী নীলফামারী জেলার সদর থানায়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তসির উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়। 

থানার ওসি মো. মোজাহারুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার (১ মার্চ) তাদের আদালতে পাঠানো হয়েছে। যুবক কিশোর গ্যাংয়ের দৌরাত্মের  বিরুদ্ধে মাদকের অভিযান অব্যাহত রয়েছে।

টিএইচ