শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩১
The Daily Post

খানসামায় গৃহবধূর মরদেহ উদ্ধার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

খানসামায় গৃহবধূর মরদেহ উদ্ধার

দিনাজপুরের খানসামায় ভুট্টা ক্ষেত থেকে আনিছা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে খানসামা থানা পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইলিয়াস হাজিপাড়ার পূর্ব পাশে শফিকুল ইসলামের (বাইদুল) ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত আনিছা ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দুবলিয়া গ্রামের দোলাপাড়া এলাকার মো. মাহফুজ আলমের স্ত্রী এবং একই ইউনিয়নের ইলিয়াস হাজিপাড়া গ্রামের মৃত আলমের মেয়ে।
পুলিশ জানায়, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। এরপর লাশ উদ্ধার করি। মেয়েটি গত কয়েকমাস ধরে তার বাবার বাসায় থাকতো। 

স্বামীরও যাতায়াত এবং ফোনে যোগাযোগ ছিল। কিছুদিন আগে মৃত আনিছার স্বামী তার শ্বশুর বাড়ি থেকে ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। পরে লজ্জায় সে আসে না শুধু ফোনে নিয়মিত যোগাযোগ করতো।

নিহতের চাচা মো. মঞ্জুরুল ইসলাম বলেন, পরিকল্পিতভাবে আমাদের মেয়েকে জামাই হত্যা করেছে। গত সোমবার সন্ধ্যায় আমাদের জামাই আমাদের বাড়িতে আসে আমরা তাকে আপ্যায়ন করি। এরপর আমাদের মেয়েকে  নিয়ে যায়।

খানসামা থানার ওসি নজমূল হক বলেন, মৃত আনিছার শরীরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার স্বামী পলাতক রয়েছেন। আমরা তাকে ধরার চেষ্টা করছি। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় মামলা  প্রক্রিয়াধীন।

টিএইচ