সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post
লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা হত্যা

খুনিদের দল থেকে বহিষ্কার ও গ্রেপ্তার দাবি

লক্ষ্মীপুর প্রতিনিধি 

খুনিদের দল থেকে বহিষ্কার ও গ্রেপ্তার দাবি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ছাত্রলীগ নেতা এম. সজীবের খুনিদের দল থেকে আজীবনের জন্য বহিষ্কার ও অবিলম্বে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। রোববার (২১ এপ্রিল) চন্দ্রগঞ্জস্থ ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

তীব্র তাপপ্রবাহের মধ্যে দলের শত শত নেতা-কর্মী ব্যানার ফেস্টুন হাতে নিয়ে খুনিদের বিরুদ্ধে স্লোগানে দিতে থকে। 

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা আ.লীগের সহ-সভাপতি এম ছাবির আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, স্থানীয় ইউনিয়ন আ.লীগের সভাপতি গিয়াস উদ্দিন লিঠন, সাধারণ সম্পাদক কাজী সোলাইমান, চন্দ্রগঞ্জ থানা কৃষক লীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর প্রমুখ। 

খন্ড খন্ড মিছিল সহকারে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা মানববন্ধনে অংশ নেয়। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? অবিলম্বে খুনি কাজী বাবলুর ফাঁসি চাই দিতে হবে। 

টিএইচ