বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

খুলনায় দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

খুলনা ব্যুরো 

খুলনায় দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

খুলনা ডুমুরিয়ায় উপজেলায় দুই সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার পর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে মা।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুর দুইটায় উপজেলার কোমলপুর গ্রামে এ ঘটনা ঘটে। খুলনা অতিরিক্ত পুলিশ সুপার মো. আসিফ ইকবাল ঘটনাটি নিশ্চিত করেছেন। মারা যাওয়া দুই সন্তানের মধ্যে একজনের বয়স সাত মাস, অপর জনের বয়স চার বছর।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আসিফ ইকবাল জানান, পারিবারিক কলহের জের ধরে আব্দুল মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম তার চার বছরের মেয়ে ফাতেমা খাতুন ও সাত মাসের ছেলে ওমর আলী সরদারকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। এরপর নিজে ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তিনি আরও জানান ঘটনাটি আরও তদন্ত করে অন্য কোন বিষয় আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

টিএইচ