বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

খুলনায় ইউপি চেয়ারম্যান হত্যায় আ.লীগ নেতা আটক

খুলনা ব্যুরো 

খুলনায় ইউপি চেয়ারম্যান হত্যায় আ.লীগ নেতা আটক

খুলনা জেলা আ.লীগের সদস্য ও আবাসন ব্যবসায়ী মো. আজগর বিশ্বাস ওরফে তারা বিশ্বাসকে আটক করেছে পুলিশ। খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবিকে হত্যা মামলায় তাকে আটক করা হয়। 

সোমবার (৮ জুলাই) মহানগরীর রায়েরমহল এলাকায় তারা বিশ্বাসের অফিস থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। তারা বিশ্বাসের ছোট ভাই তারেক বিশ্বাস জানান, দুপুরে বিশ্বাস প্রোপার্টিজের অফিস থেকে তার বড় ভাইকে আটক করে নিয়ে গেছে জেলা ডিবি পুলিশ।

ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহার নেতৃত্বে জেলা ও মেট্রোপলিটন পুলিশের দুটি টিম বিশ্বাস প্রোপার্টিজের অফিসে অভিযান চালিয়ে তারা বিশ্বাসকে আটক করে। তবে পুলিশ তদন্তের স্বার্থে এখনই এ বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হয়নি।

জানা গেছে, বিশ্বাস প্রোপার্টিজের স্বত্বাধিকারী আজগর বিশ্বাস তারা। তিনি কিছুদিন আগে ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন। গত রোববার রাতে নিহত রবির স্ত্রী শায়লা ইরিন বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যামামলা করেন। মামলার এজাহারে বিগত ইউপি নির্বাচনে রবির প্রতিপক্ষ, সর্বশেষ উপজেলা নির্বাচনের একজন চেয়ারম্যান প্রার্থীসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।

গত ৬ জুলাই রাতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার গুটুদিয়া ওয়াপদার মোড়ে শেখ রবিউল ইসলাম রবিকে (৪২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

টিএইচ