সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

খুলনায় দাফনের সাড়ে চার মাস পর গৃহবধূর মরদেহ উত্তোলন 

খুলনা ব্যুরো 

খুলনায় দাফনের সাড়ে চার মাস পর গৃহবধূর মরদেহ উত্তোলন 

দাফনের সাড়ে ৪ মাস পর আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলনার নিউ বিশ্বাস প্রোপার্টিজের মালিক তারেক বিশ্বাসের স্ত্রী মিলির মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। 

রোববার (১৪ জুলাই) খুলনা মহানগরীর রায়েরমহল হামিদনগর বাঙাল বাড়ি রোড এলাকার পারিবারিক কবরস্থান থেকে ওই গৃহবধূর মরদেহ উত্তোলন করা হয়। মরদেহ উত্তোলন শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

পুলিশ জানায়, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি গৃহবধূ মিলি মৃত্যুবরণ করেন। ওই সময়ে কারও কোন অভিয়োগ ছিল না। ফলে তাদের আত্মীয়-স্বজন মরদেহ দাফন করেন। পরবর্তীতে ২৫ মার্চ হরিণটানা থানায় ওই গৃহবধূর মা সেলিনা বেগম বাদী হয়ে তারেক বিশ্বাসসহ চারজনকে আসামি করে মামলা করেন। এরপর আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়েছে। এরপর লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

মামলার বাদী নিহত গৃহবধূর মা সেলিনা বেগমের অভিযোগ তার মেয়েকে অর্থের জন্য তারেকসহ চার আসামি নির্যাতন করে হত্যা করেছে। আসামিদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। 

গৃহবধূ মিলির মরদেহ উত্তোলনকালে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান, খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. আবু নাসের আল-আমিন, মামলার বাদী সেলিনা বেগম। এছাড়া উপস্থিত ছিলেন নিহত গৃহবধূর স্বামী ও মামলার আসামি তারেক বিশ্বাস।

টিএইচ