মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
The Daily Post

খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে বাগেরহাটে মোটর শোভাযাত্রা 

বাগেরহাট প্রতিনিধি 

খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে বাগেরহাটে মোটর শোভাযাত্রা 

খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে বাগেরহাটে বর্ণাঢ্য রোড শো ও পথসভা করা হয়েছে। কচুয়া উপজেলার রাঢ়ীপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবুর নেতৃত্বে বাগেরহাটের কচুয়ায় রোড শো বের করেন নেতাকর্মীরা।

শনিবার (১১ নভেম্বর) যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবুর নেতৃত্বে কচুয়া উপজেলার চার রাস্তার মোড় থেকে রোড শো বের করা হয়। সহাস্রাধিক মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে উপজেলা সদরের জিরোপয়েন্ট, গজালিয়া, গোপালপুরসহ ৭টি স্পটে সংক্ষিপ্ত পথসভা করে বাধাল বাজার হয়ে মোটর শোভাযাত্রাটি সাইনবোর্ড এলাকায় এসে সবশেষ পথসভায় মিলিত হয়। 

পথসভায় বক্তব্যে দেন, কচুয়া উপজেলা আ.লীগের সহ-সভাপতি বিষ্ণু দেবনাথ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাছলিমা বেগম, রাঢ়ীপাড়া ইউপি চেয়ারম্যান নাজমা আকতার, আ.লীগ নেতা আব্দুল কাদেরসহ আরও অনেকে।

বক্তারা বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ.লীগ সরকারের বিকল্প নাই। আবারও আ.লীগ সরকারকে ক্ষমতায় আনতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

টিএইচ