সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

খুলনায় মানবাধিকার পরিস্থিতি নিয়ে অ্যাডভোকেসি সভা 

খুলনা ব্যুরো 

খুলনায় মানবাধিকার পরিস্থিতি নিয়ে অ্যাডভোকেসি সভা 

জেলা সমাজসেবা কার্যালয় হলরুমে জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক, খুলনার আয়োজনে নাইস ফাউন্ডেশনের উদ্যোগে অ্যাডভোকেসি/ডায়লগ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব সুমি আহমেদ, অতিরিক্ত মহানগর দায়রা জজ, বিশেষ অতিথি দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ, খুলনা বিএল কলেজের সহযোগী অধ্যাপক রোকসানা খানম ও অ্যাড. মো. সাইদুর রহমান, প্রধান নির্বাহী, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন হিসেবে উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় ২৬ জন নারী ও ১৮ জন পুরুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে খুলনা মানবাধিকার পরিস্থিতির পাশাপাশি মানবাধিকার লংঘন ও অপরাধ চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানবাধিকার একটি ব্যপক বিষয়, নিম্ন শ্রেণির মানুষেরাই মানবাধিকার লংঘনের শিকার হচ্ছেন বেশী। তিনি আরো বলেন, সময়ের সাথে সাথে অপরাধের ধরণ পাল্টে গেছে, এর সঙ্গে তিনি আরো যোগ করেন, মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে আনা সম্ভব-যদি স্বাক্ষীদের হাজিরা নিশ্চিত করা যায়। 

সভার সভাপতি নাইস ফাউন্ডেশনের প্রতিষ্ঠিতা এম. মজিবুর রহমান নিজেদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে মানবাধিকারের চর্চা প্রতিষ্ঠায় সংগঠিত ভাবে কাজ করার আহ্বান জানান।

টিএইচ