সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

খুলনায় সাংবাদিক একরামুল কবিরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

খুলনা প্রতিনিধি

খুলনায় সাংবাদিক একরামুল কবিরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রবীণ সাংবাদিক, দৈনিক আমার সংবাদের খুলনা ব্যুরো প্রধান একরামুল কবিরের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২০ নভেম্বর) খুলনা প্রেস ক্লাবের সামনে গণমাধ্যমকর্মী ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। খুলনা প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও কালের কণ্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন সঞ্চালনা করেন সময় টেলিভিশনের রিপোর্টার বেল্লাল হোসেন সজল। 

বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাবিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সমকালের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়, এমইউজের কোষাধাক্ষ আব্দুর রাজ্জাক রানা, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাড. মো. বাবুল হাওলাদার, নাইস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান এম মজিবুর রহমান, গ্লোবাল খুলনার আহ্বায়ক শাহ মামুনুর রহমান তুহিন, প্রবাহের স্টাফ রিপোর্টার খলিলুর রহমান সুমন, আমার সংবাদের পাইকগাছা প্রতিনিধি কৃষ্ণ রায় ও সাংবাদিক একরামুল কবিরের ছেলে হুমায়ুন কবির।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা শাখার সভাপতি এম এ হাসান, খুলনা টাইমসের বার্তা সম্পাদক নূর হাসান জনি, দৈনিক পূর্বাঞ্চলের রিপোর্টার মাশরুর মোর্শেদ, মানবাধিকার কর্মী রাবেয়া সুলতানা প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক একরামুল কবিরের ওপর গত ১১ নভেম্বর সন্ত্রাসীরা হামলা চালালেও এখন পর্যন্ত মূল আসামি গ্রেপ্তার হয়নি। বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক একরামুল কবিরের ওপর হামলাকারী প্রধান আসামিকে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে বলেন, তা’ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

টিএইচ