শনিবার, ০১ মার্চ, ২০২৫
ঢাকা শনিবার, ০১ মার্চ, ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১
The Daily Post

গঙ্গাচড়ায় ওষুধের দোকানে অভিযানে ব্যবসায়ীর জরিমানা 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

গঙ্গাচড়ায় ওষুধের দোকানে অভিযানে ব্যবসায়ীর জরিমানা 

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জনস্বাস্থ্যের সুরক্ষায় ঔষধের দোকানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকালে গঙ্গাচড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। 

অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়সহ বিভিন্ন অনিয়মের দায়ে মমিনুল ইসলাম ও আব্দুল জলিল নামের দুই ব্যবসায়ীর ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, ‘জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এ ধরনের অভিযান পরিচালনা করছি। মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি এবং অন্যান্য অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জনগণের স্বাস্থ্যঝুঁকি কমাতে নিয়মিতভাবে এ ধরনের তদারকি চালিয়ে যাব।’ 

তিনি আরও বলেন, ‘ব্যবসায়ীদের অবশ্যই সৎ এবং দায়িত্বশীল হতে হবে। ক্রেতাদেরও সচেতন থাকতে হবে এবং ঔষধ কেনার আগে মেয়াদ দেখে নিতে হবে। এটি সবার স্বার্থে গুরুত্বপূর্ণ। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

অভিযানে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জনস্বাস্থ্যের সুরক্ষায় এবং বাজারে ঔষধের মান বজায় রাখতে প্রশাসনের এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিয়মিত তদারকির মাধ্যমে বাজারে অনিয়ম রোধে কাজ চালিয়ে যাওয়া হবে।

টিএইচ