বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গঙ্গাচড়ায় সরকারি অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো এসিল্যান্ড 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

গঙ্গাচড়ায় সরকারি অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো এসিল্যান্ড 

রংপুরের গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ কোলকোন্দ পীরেরহাটে ৫৮৯ দাগের সরকারি রাস্তা দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মির নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা  হয়। 

উচ্ছেদ অভিযানে এসিল্যান্ডের নেতৃত্বে গঙ্গাচড়া  মডেল  থানা পুলিশ, গ্রাম পুলিশসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। 

উচ্ছেদ অভিযান শেষে এসিল্যান্ড জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন আমরা  নোটিস করার পরও তারা কথা শোনেনি। জেলা প্রশাসকের নির্দেশে উচ্ছেদে নামতে হলো, আমরা উচ্ছেদ করে সরকারি রাস্তা উদ্ধার করেছি। রাস্তাটি সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হলো।

টিএইচ