রংপুরের গঙ্গাচড়া উপজেলার, গজঘণ্টা ইউনিয়নের জয়দেব বাঁধের পাড় গ্রামের মোহাম্মদ আলমগীর হোসেনের বাড়ি আগুনে পুড়ে বস্মিভূত হওয়া ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন ও সহায়তা করেন উপজেলা প্রশাসনের পক্ষে সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।
গত বুধবার সন্ধ্যায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের এ সূত্রপাত হয়। এতে আলমগীর হোসেনের বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনা শুনে তাৎক্ষণিক জামায়াতে ইসলামীর নেতারা সহায়তা নিয়ে পাশে দাঁড়ান।
এসময় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। চাল, ডাল, কম্বল, কাচা বাজারসহ, শুকনা খাবার সহায়তা দেয়া হয়।
পরে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান নগদ ৬ হাজার টাকা ও ২ বান ঢেউটিন প্রদান করেন।
অপরদিকে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল ২০ ফেব্রুয়ারি উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের দ্বায়িত্বশীল আশরাফুল আলমের নেতৃত্বে ৪ বান টিন প্রয়োজনীয় কাঠ, বাশ ও লেবার নিয়ে হাজির হয়।
এ সময় গজঘণ্টা ইউনিয়ন সভাপতি ফরিদ উদ্দিন সুজা, সেক্রেটারি মওলানা মোতাহার হোসেন, কোষাধ্যক্ষ মওলানা গোলাম রব্বানীসহ স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।
টিএইচ