বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গঙ্গাচড়া উপজেলার ইউএনওকে বিদায় সংবর্ধনা 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

গঙ্গাচড়া উপজেলার ইউএনওকে বিদায় সংবর্ধনা 

রংপুরের গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নাকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) উপজেলা মাল্টিপ্লাস হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন  উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাব। 

গত ২০২২ সালে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বগ্রহণ করেন নাহিদ তামান্না। দায়িত্ব নেয়ার পর তিনি গঙ্গাচড়া উপজেলা প্রশাসনকে নিজের মতো করে ঢেলে সাজান। তার সততা ও কর্মদক্ষতায় উপজেলা প্রশাসন নিয়ন্ত্রণাধীন প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও গতিশীলতা ফিরে আসতে শুরু করে।  

বৃদ্ধি পায় জনসেবার মান। উপজেলার যেকোনো অবৈধ ও অন্যায় কাজের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। তিনি কোনো অভিযোগ পেলে তার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছিলেন। এছাড়াও তিনি গণমাধ্যম কর্মী ও  মুঠোফোনের মাধ্যমে পাওয়া বিভিন্ন অভিযোগ দ্রুত সমাধান ও তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে গ্রহণ করতেন। 

তিনি সব শ্রেণি-পেশার মানুষের প্রশংসা কুড়িয়েছেন। ভূমিহীন ও গৃহহীনদের জন্য সরকারিভাবে ঘর নির্মাণ এবং সরকারের বিভিন্ন প্রকল্প বা সরকারি দান-অনুদান সরেজমিন পরিদর্শন করে তা শতভাগ বাস্তবায়ন করার চেষ্টা করতেন। 

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী  অফিসার নাহিদ তামান্না বলেন, এই উপজেলায় যোগদানের পর থেকেই মানুষের খুব কাছে থেকে কাজ করার সুযোগ পেয়েছি। এখানের মানুষের সাথে আত্মার বন্ধন তৈরি হয়েছে। সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে বিভিন্ন মিডিয়ায় কর্মরত এ উপজেলার সাংবাদিক ভাইয়েরা সর্বাত্মক সহযোগিতা করেছেন।

সহকারী কমিশনার ভূমি জান্নাতুল ফেরদৌস উর্মির সভাপতি বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা সরকারি কমিশনার (ভূমি)  এর কার্যালয়ে  উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নাকে বিদায়ী সংবর্ধনা দেয়া  হয়। 

টিএইচ