সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

গজারিয়ায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

গজারিয়ায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

গজারিয়ায় নিখোঁজের দুই দিন পর মেঘনা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রোববার (২৮ এপ্রিল) সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর কালীপুরা এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করে গজারিয়া নৌ-পুলিশ। 

নিহত বিল্লাল হোসেন (৩৫) উপজেলার ইমামপুর ইউনিয়নের চরকালীপুরা গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে বলে জানা গেছে। গজারিয়া নৌপুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে মেঘনা নদীর গজারিয়া অংশের কালীপুরা এলাকায় ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। 

পরে পুলিশকে খবর দিলে সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ। এর আগে নিখোঁজের ঘটনায় গত শনিবার বিকালে গজারিয়া থানায় জিডি করেন নিহতের স্ত্রী খায়রুন নেসা লাকী। নিহতের স্ত্রী জানায়, বিল্লাল হোসেন পেশায় একজন জেলে ছিলেন। 

গত শুক্রবার সন্ধ্যায় মাছ ধরার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয় বিল্লাল। এরপর থেকে তার কোনো খবর ছিল না। তার ব্যবহূত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করে তারা। ময়নাতদন্তের জন্য মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টিএইচ