বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গজারিয়ায় নৌপথে চাঁদাবাজি মামলায় দুই আসামি গ্রেপ্তার

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

গজারিয়ায় নৌপথে চাঁদাবাজি মামলায় দুই আসামি গ্রেপ্তার

গজারিয়ায় নৌ-পথে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. এমরান (২২) এবং মো. নয়ন (২২) নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছে গজারিয়া নৌ-পুলিশ। 

গত শনিবার রাতে মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় গজারিয়া নৌ পুলিশের ওসি মো. ইজাজ উদ্দিন আহমেদের নেতৃত্বে মামলার আইও এসআই রাশেদুল হকসহ অফিসার ও ফোর্স নিয়ে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ওই আসামিদের গ্রেপ্তার করে।

আসামিরা হলেন, গজারিয়া গ্রামের সালাউদ্দিন মিয়ার ছেলে মো. এমরান, একই এলাকার মৃত লিটন মিয়ার ছেলে মো. নয়ন।

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে গজারিয়া উপজেলার মেঘনা নদীতে চাঁদাবাজির ঘটনায় একাধিক মামলা রয়েছে। 

গজারিয়া নৌ-পুলিশের ওসি মো. ইজাজ উদ্দিন আহমেদ বলেন, এমরান ও নয়ন চাঁদাবাজি মামলায় দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এছাড়া এজাহার নামীয় পলাতক চারজন আসামি রয়েছে। যাহার মামলা নং-০৭।  

টিএইচ