বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক নিহত 

মুন্সীগঞ্জ প্রতিনিধি

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক নিহত 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বালুয়াকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক প্রাইভেটকার চালক নিহত ও এক যাত্রী আহত হয়েছে। 

নিহত প্রাইভেটকার চালকের নাম আব্দুর রহিম। সে নোয়াখালীর চাটখিল উপজেলার রেজ্জাকপুর গ্রামের সুরত আলীর ছেলে। আহত অপরজন প্রাইভেটকার যাত্রী অজ্ঞাত পুরুষ (৪৫)।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (৭ ফেব্রুয়ারি) নোয়াখালী থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বালুয়াকান্দি সাদ্দাম হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে আসলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি রোড ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই চালক মারা যান। 

গুরুতর আহত হন গাড়িতে থাকা এক যাত্রী। আহতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রিয়াদ হোসেন বলেন, নিহতের লাশ বর্তমানে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িতে মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক।

টিএইচ