সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

গজারিয়ায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 

পারভেজ (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

গজারিয়ায় হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 

নিরাপদ মহাসড়ক বাস্তবায়নের লক্ষ্যে এবং মহাসড়কে চুরি-ডাকাতি বন্ধ ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে ভবেরচর হাইওয়ে পুলিশের উদ্যোগে সাংবাদিক, পরিবহন শ্রমিক ও মালিক এবং সুধী জনের উপস্থিতিতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

 গত শনিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর হাইওয়ে থানার হলরুমে এ-ই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। ভবেরচর হাইওয়ে থানার ওসি হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং উপপরিদর্শক রিয়াজুল ইসলামের সঞ্চালনায়, গজারিয়া উপজেলা জতীয় শ্রমিক লীগের সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো. আনোয়ার হোসেন। ভবেরচর বাসস্ট্যান্ড কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সেলিম সরকারসহ পরিবহন  মালিক ও শ্রমিক নেতারা।

এ সময় বক্তারা বলেন, মহাসড়ক ও হাইওয়েতে সড়ক দুর্ঘটনা হ্রাস করার লক্ষ্যে মহাসড়কে থ্রি হুইলার বন্ধ করা একান্ত প্রয়োজন। ইতোমধ্যে মহাসড়কে দুর্ঘটনা হ্রাস ও থ্রি হুইলার বন্ধ করতে হাইওয়ে থানা পুলিশের সদস্যরা কঠোরভাবে অভিযান পরিচালনা করেছেন। তারা বলেন, মহাসড়কে বেশীর ভাগ দুর্ঘটনার কারণ হচ্ছে থ্রি হুইলার। এছাড়াও ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধেও মামলা প্রদানসহ কঠোর ভূমিকা পালন করতে হবে।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশের ওসি হুমায়ুন কবির বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেড়েছে চলাচলকারী গাড়ির সংখ্যা। সবচেয়ে বেশি ব্যস্ত সড়কে পরিণত হওয়ায় ভবেরচর হাইওয়ের অধীনের সড়কগুলো। তাই হাইওয়ে এক্সপ্রেসে থ্রি হুইলার বন্ধ ও সড়কে চুরি ডাকাতি ও দুর্ঘটনা যেন আর না হয় -এ ব্যাপারে হাইওয়ে পুলিশের পাশাপাশি সকল নাগরিকদের এগিয়ে আসতে হবে।

টিএইচ