শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
The Daily Post

গণতন্ত্র আমাদের হাতের নাগালে নাই : গয়েশ্বর চন্দ্র রায়

লালমনিরহাট প্রতিনিধি

গণতন্ত্র আমাদের হাতের নাগালে নাই : গয়েশ্বর চন্দ্র রায়

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্র আমাদের হাতের নাগালে নাই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে এইপথ কবে শেষ হবে সেটি ভেবে বলতে বলেছেন। জনগণ যেনো ফুটবল খেলার মাঠের মত আনন্দ নিয়ে ভোট দিতে পারে। 
বলেছেন, আজ আপনার আমার কথা শোনার জন্য জনগণ বসে নাই। জনগণ তাদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি কথা শুনতে চায়।

শনিবার বিকালে লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, আজ মানুষ চিৎকার দিয়ে বলে মাদক মুক্ত দেশ চায়, সন্ত্রাস মুক্ত দেশ চায়। বড় বড় সংস্কার চান না। এই সংস্কার জনগণের জন্য না, এই সংস্কার তাদের জন্য যারা দেশ পরিচালনা করেন। তারা জেনো স্বার্থপর না হন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

এ সময় বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হক।

খেলায় রংপুর বিভাগের ১০টি দল অংশ নিয়েছেন। ২৮ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

টিএইচ