সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

গফরগাঁওয়ে ব্রহ্মপুত্রে নৌকাডুবিতে একজন নিখোঁজ 

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি 

গফরগাঁওয়ে ব্রহ্মপুত্রে নৌকাডুবিতে একজন নিখোঁজ 

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে মো. আজিজুল হক নামে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিখোঁজ হয়েছে। উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুক্রবার (১৪ জুন) উপজেলার গফরগাঁও ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

জানা যায়, গফরগাঁও ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের আসাদের মেয়ে জামিয়া (১৩) সকালের নাস্তা দিতে তার সমবয়সী মীম, সুমাইয়াকে নিয়ে ছোট ডিঙ্গি নৌকা দিয়ে ব্রহ্মপুত্র নদ পার হয়ে বাবার কাছে যায়। পরে একই নৌকায় জামিয়া ও তার দুই সমবয়সীকে নিয়ে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মো. আজিজুল হক ফেরার পথে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়।

 স্থানীয়রা নৌকা ডুবতে দেখে চিৎকার শুরু করে। এসময় চিৎকার শুনে স্থানীয় পলাশ ডিঙ্গি নৌকা নিয়ে তিনজন মেয়েকে উদ্ধার করলেও আজিজুল হক পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়, সংবাদ লেখা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।

উদ্ধারকারী জুলহাস, আবুল কালাম বলেন, মেয়ে তিনটাকে পানি থেকে তোলা গেলেও আজিজুলকে পাওয়া যায়নি। স্থানীয় ইউপি সদস্য মাসুদ বলেন খুবই দুঃখজনক ঘটনা। গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রাম প্রাসাদ পাল বলেন, লাশ উদ্ধারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

টিএইচ