ময়মনসিংহের গফরগাঁওয়ে পুত্রের জীবন বাঁচিয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে নিখোঁজ রিমি আঞ্জুম (৩৫) নামে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দীর্ঘ ৪ ঘণ্টা উদ্ধার অভিযান শেষে আলতাফ হোসেন গোলন্দাজ সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের টিম লিডার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে।
জানা যায়, ব্রহ্মপুত্র নদে ডুবে নিখোঁজ গৃহবধূ রিমি আঞ্জুমের মরদেহ উদ্ধারের জন্য ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ৬ সদস্যের একটি দল উদ্ধার অভিযান পরিচালনা করে।
ডুবুরি দলের উদ্ধার অভিযানের একপর্যায়ে রিমি আঞ্জুমের লাশ বরশিতে আটকা অবস্থায় আলতাফ হোসেন গোলন্দাজ সেতুর পিলারের কাছে ভেসে উঠে। গত শুক্রবার ঘটনার পর স্থানীয় ও গফরগাঁও ফায়ার সার্ভিস কর্মীরা ২ ঘণ্টা উদ্ধার অভিযান করে আলো সল্পতা ও অক্সিজেনের অভাবে অভিযান স্থগিত করে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ৬ সদস্যের একটি দল দীর্ঘ ৪ ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করে লাশ উদ্ধার করে গফরগাঁও থানায় পাঠিয়ে দেয়।
টিএইচ