সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) গাইবান্ধা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) দেওয়ান মওদুদ আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনর রশিদ, সদর উপজেলা শিক্ষা অফিসার মো. জাকিরুল হাসান প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার রাবেয়া বেগম। শেষে অতিথিরা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য, ৫৪টি ইভেন্টে সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২২২টি বিদ্যালয়ের ৭৫৪ জন শিক্ষার্থী অংশ নেয়।

টিএইচ