সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

গাইবান্ধায় তিন সাংবাদিকের নামে মামলার প্রতিবাদ 

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় তিন সাংবাদিকের নামে মামলার প্রতিবাদ 

গাইবান্ধায় সংবাদ প্রকাশের জেরে গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মিলন খন্দকার, ডেইলি ট্রাইবুনালের জেলা প্রতিনিধি সুমন মিয়া ও নাগরিক ভাবনা পত্রিকার জেলা প্রতিনিধি রিয়ন ইসলাম রকিসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সকালে গাইবান্ধা প্রেসক্লাবে নির্বাহী কমিটির এক জরুরি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

প্রেসক্লাব সভাপতি শফিউল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি সরকার মো. শহিদুজ্জামান, বাংলাভিশনের ফিরোজ কবীর মিলন, নাগরিক টিভির আনোয়ার হোসেন শামীম, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি সুমন মণ্ডল, মানবজমিনের রওশন হাবীব জুম্মন, শামীম উল হক শাহীনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

প্রতিবাদ সভায়, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সেই সঙ্গে অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো তারা।

টিএইচ