বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গাইবান্ধায় বাসচাপায় নানী-নাতনির মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় বাসচাপায় নানী-নাতনির মৃত্যু

গাইবান্ধা সদরের তুলসিঘাটে বাসচাপায় সাবিনা বেগম (৪৫) ও তার নাতি টিয়া মনি (৫) নামের নানী-নাতনি নিহত হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) সকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসিঘাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাবিনা বেগম পলাশবাড়ীর বেতকাপা ইউনিয়নের ছোট বৌলেরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী। তার নাতি টিয়া মনি হোটেলে শ্রমিকের কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভাপা পিঠা নেওয়ার জন্য নাতিকে সঙ্গে নিয়ে তুলসিঘাটে আসেন সাবিনা বেগম। তারা তুলসিঘাট এলাকায় প্রথমে শিশু টিয়া রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয়, তাকে বাঁচাতে পিছনে দৌঁড় দেন সাবিনা। 

এসময় ঢাকা থেকে আসা গাইবান্ধাগামী আল রিয়াদ পরিবহনের একটি বাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

গাইবান্ধা সদর থানার উপরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন। 

টিএইচ