মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১
The Daily Post

গাইবান্ধায় সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়

গাইবান্ধায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) স্থানীয় দারুল আমান ট্রাস্ট জেলা জামায়াতে ইসলামির কার্যালয়ে ইলেকট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ সরকার, জেলা সেক্রেটারি জহুরুল হক সরকার, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান রোকন, পৌর আমির অধ্যাপক একেএম ফেরদৌস আলম, জামায়াত নেতা জোবায়ের আলী, জেলা ইসলামী ছাত্র-শিবিরের সাধারণ সম্পাদক ফেরদৌস সরকার রুম্মান প্রমুখ।

জেলা জামায়াতের আমির মো.আব্দুল করিম বলেন, আজ মঙ্গলবার গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলন শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। কর্মী সম্মেলন উপলক্ষ্যে দায়িত্ব পালন করবেন ৬৫০জন স্বেচ্ছাসেবক। 

যানজট এড়ানোর জন্য শহরের বিভিন্নস্থানে অস্থায়ী গ্যারেজের ব্যবস্থা করা হয়েছে। কর্মী সম্মেলনে জেলার সাত উপজেলার প্রায় ১ লাখ ২৫ হাজার কর্মী অংশগ্রহণের ব্যবস্থা করা হয়।