বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় শিশু বক্তা আজাদীর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় শিশু বক্তা আজাদীর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের মজুমদার-নলডাঙ্গা সড়কের ফারুকের মোড় নামক স্থানে গত রোববার রাতে সড়ক দুর্ঘটনায় রংপুর বিভাগের শিশু বক্তা হাফেজ ক্বারী মাওলানা আবু রায়হান আজাদীর মৃত্যু হয়েছে। 

নিহত হাফেজ ক্বারী মাওলানা আবু রায়হান রংপুরের তারাগঞ্জ উপজেলার বারাপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। সে দীর্ঘদিন হতে সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গায় বাসাভাড়া নিয়ে অবস্থান করে আসছিল। 

জানা গেছে, রাতে উপজেলার পাঁচপীর বাজার থেকে মোটরসাইকেলে নলডাঙ্গা ফেরার সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে আবু রায়হান আজাদীর মৃত্যু হয়। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। থানার ওসি কে এম আজমিরুজ্জামান মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

টিএইচ