সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

গাইবান্ধা পৌর আ.লীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্বোধন 

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা পৌর আ.লীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্বোধন 

বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা পৌর শাখার উদ্যোগে শনিবার (২২ জুলাই) পাবলিক মিলনায়তনে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়নের  উদ্বোধন উপলক্ষে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, এমপি।    

পৌর আওয়ামী লীগ সভাপতি ওমর ফারুক রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনের সঞ্চালনায় বর্ধিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মণ্ডল, সহসভাপতি ফরহাদ  আবদুল্লাহ হারুন বাবলু, অ্যাড. সিদ্দিকুল ইসলাম রিপু, যুগ্ম সম্পাদক পিয়ারুল ইসলাম, পৌর মেয়র  মো. মতলুবর রহমান প্রমুখ। 
  
বক্তারা বলেন, বিএনপি আন্দোলনের নামে কোনো নৈরাজ্য, সন্ত্রাস ও তাণ্ডব  সৃষ্টি করলে তা প্রতিহত করা হবে। বিএনপি দেশ-বিদেশে নানা ধরনের ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে। 

বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশের বিভিন্ন সেক্টরে যে উন্নয়ন বাস্তবায়ন হয়েছে, তা বিশ্বদরবারে মডেলে পরিণত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী সরকার গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত ও সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠা করা হবে।

টিএইচ