সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

গাজনার বিলে চায়না দুয়ারি ও বেড় জাল দিয়ে পোনা মাছ নিধন

সুজানগর (পাবনা) প্রতিনিধি

গাজনার বিলে চায়না দুয়ারি ও বেড় জাল দিয়ে পোনা মাছ নিধন

পাবনার সুজানগরের গাজনার বিলে অবাধে নিষিদ্ধ চায়না দুয়ারি, বেড়, কারেন্ট ও খড়া জাল দিয়ে পোনা ও মা মাছ নিধন করা হচ্ছে। এসব মাছ প্রকাশ্যে হাট-বাজারে বিক্রিও হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলায় ঐতিহাসিক গাজনার বিল, মতিয়ার বিল এবং বিল গন্ডহস্তিসহ ছোট বড় ৮/১০টি বিল রয়েছে। 

চলতি বর্ষা মৌসুমে ওই সব বিলে বর্ষার নতুন পানির সঙ্গে প্রচুর পরিমাণে পোনা ও মা মাছ আসছে। তাছাড়া সরকারিভাবেও বিলগুলোতে বিপুল পরিমাণ পোনা মাছ অবমুক্ত করা হয়। কিন্তু কতিপয় অসাধু মৎস্যজীবী ও মৎস্য শিকারী হাট-বাজার থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি, বেড়, কারেন্ট ও খড়া জাল কিনে বিল থেকে অবাধে মা ও পোনা মাছ নিধন করছে। 

বিলপাড়ের উলাট গ্রামের হেলাল শেখ বলেন, এলাকার মৎস্যজীবী ও মৎস্য শিকারীরা স্থানীয় সুফলভোগীদের সঙ্গে যোগসাজসে প্রতিদিন দুপুরে, সন্ধ্যা রাতে এবং ভোর রাতে অবাধে পোনা ও মা মাছ নিধন করে থাকে। বিশেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পোনা ও মা মাছ নিধন বন্ধে তেমন কোন পদক্ষেপ গ্রহণ না করায় প্রতিদিন শত শত মৎস্যজীবী ও মৎস্য শিকারী নিষিদ্ধ ওই জাল দিয়ে বিল থেকে ছেঁকে মাছ শিকার করছে। 

এতে শুষ্ক মৌসুমে বিল মাছ শূন্য হয়ে পড়তে পারে বলে এলাকার সচেতন মহল মনে করছেন। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান বলেন, মা ও পোনা মাছ নিধন বন্ধে প্রায়ই বিলে বিশেষ অভিযান পরিচালনা করে জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হচ্ছে। প্রয়োজনে আরও অভিযান পরিচালনা করে ওই সব মৎস্য শিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

টিএইচ