সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
ঢাকা সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১
The Daily Post

গাজায় গণহত্যার প্রতিবাদে ফরিদগঞ্জে মুসলিম জনতার বিক্ষোভ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

গাজায় গণহত্যার প্রতিবাদে ফরিদগঞ্জে মুসলিম জনতার বিক্ষোভ

গাজায় গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর ফরিদগঞ্জের ইমাম ও খতিবদের উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ও রাফায় ইসরাইলি হামলা ও ইসরাইলি পণ্য বর্জনের দাবিতে এ বিক্ষোভ ও সমাবেশ হয়।

ফরিদগঞ্জের ইমাম  ও খতিবদের ডাকে ফরিদগঞ্জের হাজার হাজার মুসলিম জনতা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় বিক্ষোভ মিছিলটি ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ তুলাতলী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি আনোয়ার হোসেন, বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা মো. নজরুল ইসলাম, ফরিদগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা এ এইচ এম আনোয়ার উল্লাহ, মাওলানা আবুল কাশেম, ফরিদগঞ্জ খতিব ফাউন্ডেশনের সভাপতি ও শানে সাহাবা মাওলানা মুফতি নজরুল ইসলাম জিহাদি, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী।

এসময় বক্তারা বলেন, গাজায় নির্বিচারে নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে। বিশ্ব মোড়লরা চুপ থেকে এই গণহত্যাকে সমর্থন দিচ্ছে। অবিলম্বে এই গণহত্যা বন্ধ করতে হবে। এ সময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিও জানান তারা।

টিএইচ