‘এসো দেশ বদলাই এসো পৃথিবী বদলাই’ এ স্লোগানে তারুণ্যে উৎসব আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
জেলা পর্যায়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস বাস্তবায়নে ফাইনাল অনুষ্ঠানে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ ও কাপাসিয়া ডিগ্রি কলেজের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
গত বুধবার ফাইনালে মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ কাপাসিয়া ডিগ্রি কলেজকে ৩-২ গোলে পরাজিত করেন। এর পুর্বে সকালে পুবাইল আদর্শ কলেজ ও শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ ও কালিগঞ্জ শ্রমিক কলেজ ও কাপাসিয়া ডিগ্রি কলেজের মধ্যে দ্বিতীয় রাউন্ড খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় কাপাসিয়া ডিগ্রি কলেজের মিজানুর রহমান সেরা খেলোয়াড়, শ্রীপুর রহমত আলী সরকারি কলেজের নাবিদ আহম্মেদ সর্বোচ্চ গোলদাতা ও শ্রীপুর রহমত আলী ডিগ্রি কলেজের আনিস সরকার ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মোতাছেম বিল্ল্যাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সিটি) মো. সোহেল রানা, ডি এফ এ সভাপতি মো. হান্নান মিয়া হান্নু, গাজীপুর ফুটবল অ্যাসোসিয়েশন সহ সভাপতি মো. আ. রউব বাবুল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. হাতেম আলী ও মো. সুলতান আহাম্মদসহ শুভেচ্ছা বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী।
টিএইচ