বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গাজীপুরে এইচপিভি ক্যাচ-আপ টিকাদান ক্যাম্পেইন অ্যাডভোকেসি সভা 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে এইচপিভি ক্যাচ-আপ টিকাদান ক্যাম্পেইন অ্যাডভোকেসি সভা 

গাজীপুর সিভিল সার্জন অফিস আয়োজিত সভাকক্ষে মঙ্গলবার (১২ নভেম্বর) এইচপিভি ক্যাচ- আপ ক্যাম্পেইন অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 

এতে সভাপতিত্ব করেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মাহমুদা আখতার। তিনি বলেন, জরায়ু ক্যান্সার প্রতিরোধ টিকাদান কর্মসূচির একটি মিডিয়া অপপ্রচার করে এর বিঘ্ন ঘটায়। সরকার স্বীকৃত এই প্রাণঘাতী প্রতিরোধ যোগ্য টিকাদান কর্মসূচি ১০ থেকে ১৪ বছর বয়সী সব কিশোরীদের বিনামূল্যে এ ই টিকা দেয়া হচ্ছে। 

১০ই নভেম্বর থেকে ১৪ই নভেম্বর পর্যন্ত জেলার সকল স্কুলে দেয়া হবে। পরবর্তীতে মাসব্যাপী বিভিন্ন এআইপি ক্যাম্পে এ কার্যক্রম চলবে। সভায় বক্তব্য  দেন পরিবার পরিকল্পনা উপপরিচালক মো. জসিম উদ্দিন ভূইয়া, ইসলামিক ফাউন্ডেশন উপপরিচালক মো. মঞ্জুরুল আলম, জেলা তথ্য কর্মকর্তা ওবায়দুল কবির মোল্লা প্রমুখ।

টিএইচ