বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গাজীপুরে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণ উদ্বোধন  

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণ উদ্বোধন  

গাজীপুর জেলা প্রশাসন আয়োজিত বুধবার (১০ জুলাই) যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে জেলার ক্ষুদ্র উদ্যোক্তাদের উদ্যোগে সম্প্রসারণ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। 

গাজীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মনসুরুল ইসলামের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন অর রশীদ খান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুল করিমের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বক্তব্য রাখেন। 

তিনি ক্ষুদ্র উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, ‘চাকরি নিব না চাকরি দিব’ নিজেরা কর্মসংস্থানের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে হবে। দেশের মোট জনসংখ্যার ৩৩% যুবক তোমরা প্রত্যেকে আগামী ৪১ সনের নাগরিক অর্থাৎ এখন থেকে সঠিকভাবে কাজ করলে উন্নয়নশীল দেশে উন্নীত হব। 

যুব উন্নয়ন উপপরিচালক বলেন, একমাস মেয়াদী ড্রাইভিং প্রশিক্ষণ বৃদ্ধি, উপজেলায় মাত্র তিনজন উদ্যোক্তাকে ২ লাখ টাকা ঋণ বৃদ্ধি ও ব্যাংকের ঋণের সুদ ৫% করার  আহ্বান জানান। এই প্রতিষ্ঠানে এখন পর্যন্ত ৪ হাজার উদ্যোক্তাকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয় এর মধ্যে ৪২০ জনকে ঋণ দেয়া হয়। 

যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন ও জাতীয় মহিলা সংস্থাসহ ১৫০ জন ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেয়া হয়।   

টিএইচ