বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গাজীপুরে ডাইং কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে ডাইং কারখানায় আগুন

গাজীপুরের টঙ্গীর বিসিকে একটি ডাইং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিসিক পাগার এলাকায় জাবের অ্যান্ড জোবায়ের ডাইং কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৯টা ৩৬ মিনিটে টঙ্গীর পাগার এলাকায় জাবের অ্যান্ড জোবায়ের ডাইং কারখানায় অগ্নিকাণ্ডের খবর পাই। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা চেষ্টা চালিয়ে পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

টিএইচ