বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গাজীপুরে বেতনের দাবিতে যৌথসভা 

গাজীপুর  প্রতিনিধি 

গাজীপুরে বেতনের দাবিতে যৌথসভা 

গাজীপুরে ২৩০০০ টাকা ন্যূনতম বেতন  দাবিতে গার্মেন্টস শ্রমিক সংগঠনের আয়োজনে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে সংগঠনের নেতারা একটি বিক্ষোভ মিছিল করেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। 

সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সভাপতিত্বে ইউনাইটেড ফেডারেশন অফ গার্মেন্টস ওয়ারকার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন স্বপন। শ্রমিক নেতারা বলেন, দ্রব্যমূল্য লাগামহীন গতিতে বৃদ্ধি হওয়ায় গার্মেন্টস শ্রমিকরা দিশেহারা। 

তারা আরো বলেন, ২৩ হাজার টাকা হতে হবে এবং ৬৫% বেসিক দিতে হবে। দাবি না মানলে আগামীতে শ্রমিকদের পক্ষ থেকে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। বক্তব্য রাখেন শ্রমিক নেতা বাবুল আক্তার, মোবারক হোসেন, জুবায়ের সরকার, রোজিনা আক্তার, শাহিন ভূঁইয়া, মতিউর রহমান।

টিএইচ