গাজীপুরে মহান মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) দিবসটি উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন পুস্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধা সমাবেশ, আলোচনা সভা, শহীদদের কবর জিয়ারত ও দোয়ার মাহফিল আয়োজন করে।
দিবসটি উপলক্ষে গাজীপুর সার্কিট হাউস প্রাঙ্গণে মঙ্গলবার (১৯ মার্চ) শহীদদের স্মরণে নির্মিত অনুপ্রেরণা ১৯ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংঘ, গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, সাহসী যোদ্ধা সমন্বয় পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক যথাক্রমে মো. অলিউল্লাহ হাওলাদার মো. নুর হোসেন প্রমুখ।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের আলোচনা সভায় জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় বিদ্যালয়য়ের উপাচার্য মশিউর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর উন্নয়ন কতৃপক্ষ চেয়ারম্যান অ্যাড. মো. আজমতউল্লাহ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল মামুন অতিক্তি পুলিশ সুপার রবিউল ইসলাম, সাবেক কমান্ডার গাজীপুর জেলা ইউনিট কমান্ডার আব্দুর রউব নয়ন, সাবেক অধ্যক্ষ গাজীপুর মহিলা কলেজ অধ্যাপক এম এ বারীসহ নেতারা।
টিএইচ