শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

গাজীপুরে রেলওয়ের উচ্ছেদ অভিযান 

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরে রেলওয়ের উচ্ছেদ অভিযান 

গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক রেল স্টেশন থেকে মাটিকাটা রেলগেট ও সরকার বাড়ি পর্যন্ত অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। রোববার (২৭ অক্টোবর) এই অভিযান পরিচালিত হয়, যা রেলওয়ে সুরক্ষা ও ট্রেন চলাচল নিশ্চিত করতে জরুরি ছিল।

জয়দেবপুর জংশনের সিনিয়র নির্বাহী প্রকৌশলী জুয়েল মিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। রেললাইনের দুই পাশে গড়ে ওঠা অসংখ্য দোকান ও আবাসিক ঘর ভেঙে দেয়া হয়। খবর পেয়ে দখলদারদের অনেকেই তাদের স্থাপনা সরিয়ে নেন।

জুয়েল মিয়া জানান, এটি একটি গুরুত্বপূর্ণ রেললাইন,যা প্রতিদিন প্রায় আশিরও বেশি ট্রেন চলাচলে ব্যবহূত হয়। অনেকবার নোটিশ দেয়া হলেও দখলদাররা স্থাপনা সরায়নি, ফলে আজ এই পদক্ষেপ নেয়া হয়েছে। ভবিষ্যতে পুনরায় দখলের চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অভিযান দেখতে আসা স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস, জাহাঙ্গীর ও রেজা জানান, এসব অবৈধ স্থাপনা দখলকারীরা ভাড়া দিয়ে মুনাফা অর্জন করছিল, যা পরিবেশ ও রেল চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। 

রেলপথের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। তবে পুনর্বাসন ব্যবস্থা না থাকায় ক্ষতিগ্রস্তদের জীবিকা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

টিএইচ