শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

গাজীপুর সিটি নির্বাচনে সুজন-সুশাসনের সাংবাদিক সম্মেলন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি নির্বাচনে সুজন-সুশাসনের সাংবাদিক সম্মেলন

‘একটি রাষ্ট্র নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোন পদ নেই’ এই প্রতিপাদ্য বিষয়ে সোমবার (২২ মে) গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তথ্য উপস্থাপন এবং অবাধ নিরপেক্ষ ও শান্তিপুর্ণ নির্বাচন অনুষ্ঠানের আহ্বানে সংবাদ সম্মেলন করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক। 

আগামী ২৫মে গাজীপুর সিটি নির্বাচনে সুষ্ঠ নিরপেক্ষ শান্তিপুর্ণ পরিবেশে একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করেন। তবে গাজীপুরের সিটি কর্পোরেশনের ক্ষেত্রে বৃহৎ একটি দল নির্বাচন বিরত থাকায় প্রেক্ষাপট ভিন্ন হবে গ্রহণ যোগ্যতার ক্ষেত্রে। 

সাংবাদিক সম্মেলনে প্রার্থীদের নির্বাচন সংক্রান্ত ৭ ধরনের তথ্য রিটানিং অফিসারের নিকট দাখিল করতে হয় ইতোপুর্বে ধরনের নিয়ম ছিল না সুশাসনের জন্য নাগরিক সরকারের সাথে আলাপ আলোচনায় বাধ্য করেন। 

তারপর থেকে হলফনামায় আয়ের হিসাব, শিক্ষাগত যোগ্যতাসহ বিভিন্ন বিষয়ে প্রত্যোক প্রার্থীকে উল্লেখ করে নির্বাচনে অংশগ্রহণ করতে হয় বলে জানান উপস্থিত নেতারা।

দৈনিক গণমুখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক আমজাদ হোসেনের সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দীয় সমন্বয়কারী সুজন দিলীপ সরকার, নির্বাহী সদস্য সুজন অধ্যাপক রুবায়েৎ ফেরদৌস, আঞ্চলিক সমন্বয়কারী তৌফিক জিল্লুর রহমানসহ উপস্থিত ছিলেন অ্যাড. সুনীল কুমার সরকার, প্রদীপ দেবনাথ বদরুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, সুজনের গাজীপুর জেলা ও মহানগরের নেতারা।

টিএইচ