বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গুইমারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভাষা শিখন কেন্দ্রের কার্যক্রমের উদ্বোধন

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

গুইমারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভাষা শিখন কেন্দ্রের কার্যক্রমের উদ্বোধন

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা সংরক্ষণে উপজেলা প্রশাসন, গুইমারার উদ্ভাবনী উদ্যোগ ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিপাদ্য (পৃথিবীর কোন ভাষাই হারিয়ে যাবে না) বাস্তবায়নে গুইমারা উপজেলা প্রশাসন, উপজেলার দুর্গম সিন্দুকছড়ি ইউনিয়নে স্থাপন করেছে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভাষা শিখন কেন্দ্র, গুইমারা’। 

এ ভাষা শিখন কেন্দ্র মারমা, ত্রিপুরা ও চাকমা ভাষা সম্পর্কে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করবে। বর্তমানে ওই ভাষা শিখন কেন্দ্রে ৩০ জন মারমা ও ৩০ জন ত্রিপুরা ছাত্র-ছাত্রী তাদের নিজ ভাষা সম্পর্কে দক্ষতা অর্জন করছে। 

সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ে পরিচালিত শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করার পাশাপাশি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভাষা শিখন কেন্দ্রে আনন্দের সঙ্গে নিজেদের ভাষা পড়তে ও লিখতে শিখছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভাষা শিক্ষার উপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বর্তমানে তাদের ওপর অর্পিত দায়িত্বের অতিরিক্ত হিসেবে শিক্ষার্থীদের মারমা ও ত্রিপুরা ভাষা সম্পর্কে শিক্ষা প্রদান করছেন। 

সরকার প্রাক-প্রাথমিক পর্যায়ে (১ম-৩য় শ্রেণি পর্যন্ত) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষায় রচিত পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মধ্যে সরবরাহ করলেও দক্ষ শিক্ষক না থাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমপ্রদায় তাদের মাতৃভাষার লিখিত রূপ সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারছে না। গুইমারা উপজেলায় স্থাপিত ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভাষা শিখন কেন্দ্রের’ মাধ্যমে মারমা, ত্রিপুরা ও চাকমা ভাষার লিখিত রূপ সম্পর্কে শিক্ষার্থীরা জানতে পারবে এবং বিলুপ্তপ্রায় ভাষাসমূহ সংরক্ষণ করা সম্ভব হবে। 

ভাষা শিখন কেন্দ্রটিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ৬ মাসব্যাপী কোর্স প্ল্যান ডিজাইন করা হয়েছে। মৌলিক ভাষা (লিখা ও পড়া) জ্ঞান সম্পর্কে দক্ষতা অর্জনের পরে শিক্ষার্থীদের সনদ বিতরণ করা হবে। ইউএনও ও প্রধান শিক্ষক, সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের যৌথ স্বাক্ষরে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। 

যার মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে ভাষা শিখন কেন্দ্রটির সকল ব্যয় নির্বাহ করা হবে। গত মঙ্গলবার মো. সহিদুজ্জামান, জেলা প্রশাসক, খাগড়াছড়ি ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভাষা শিখন কেন্দ্র, গুইমারার চলমান কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

টিএইচ