সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

গুইমারা থানা পুলিশের অভিযানে গাঁজা উদ্ধার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

গুইমারা থানা পুলিশের অভিযানে গাঁজা উদ্ধার

খাগড়াছড়ি জেলার গুইমারা থানা পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

গত শুক্রবার রাতে গুইমারা থানা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস দল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে ০২নং হাফছড়ি ইউপি, ০৭নং ওয়ার্ডস্থ তৈকর্মা মহলছড়ি মহাসড়কের পাশে তাইজুল ইসলামের বাড়ির সামনে একটি সাদা সিনথেটিকের বস্তায় সাদা ও কালো পলিথিনে মোড়ানো ২৭টি প্যাকেটের ভিতরে রক্ষিত ১৬ কেজি গাঁজা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ।

খাগড়িছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি অক্ষুন্ন রাখতে এবং তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াল থাবা হতে মুক্ত রাখতে মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে।

টিএইচ