শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

গুরুদাসপুরের কৃষককে শিকলবন্দি করা সেই সুদি ব্যবসায়ী গ্রেপ্তার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি  

গুরুদাসপুরের কৃষককে শিকলবন্দি করা সেই সুদি ব্যবসায়ী গ্রেপ্তার

নাটোরের গুরুদাসপুরে সুদের টাকা পরিশোধ করতে না পারায় কৃষক মো. আসাদ আলীকে (৫৫) শিকলবন্দি করার ঘটনায় সুদি ব্যবসায়ী আব্দুল আজিজ হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে গুরুদাসপুর থানা পুলিশ।

রোববার (২৪ সেপ্টেম্বর) গুরুদাসপুরের বাহদুর পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গুরুদাসপুর থানার ওসি মো. মনোয়ারুজ্জামান বলেন, সুদের টাকার জন্য সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ঈশ্বরপুর এলাকার কৃষক আসাদ আলীকে শিকলবন্দি করে রাখার বিষয়টি জানার পর গত শনিবার সন্ধ্যায় সুদি ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। 

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই খবর পেয়ে ভুক্তভোগী কৃষককে ছেড়ে দিয়ে পালিয়ে যায় সুদি ব্যবসায়ী আব্দুল আজিজ। রাতভর অভিযান চালিয়ে রোববার (২৪ সেপ্টেম্বর) তাকে আটক করে গুরুদাসপুর থানা পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

টিএইচ