শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১
The Daily Post

গুরুদাসপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টে জরিমানা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি 

গুরুদাসপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টে জরিমানা

নাটোরের গুরুদাসপুর উপজেলায় কৃষি জমিতে স্থাপিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সরকারের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে ৯টি ইটভাটায় মোট ২৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন গুরুদাসপুর ইউএনও সালমা আক্তার। 

তিনি জানান, কৃষি জমিতে ইটভাটা স্থাপন করে কৃষি উৎপাদনে ব্যাঘাত ঘটানো এবং পরিবেশ নষ্ট করায় ইটভাটা নিয়ন্ত্রণ আইনে এ ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি দ্রুত সময়ে কৃষিজমি থেকে ইটভাটা সরানোর নির্দেশ দেয়া হয়েছে। ইটভাটা মালিকদের বিকল্প কর্মসংস্থানের জন্য পরামর্শ দেয়া হয়েছে। 

জরিমানাকৃত ইটভাটাগুলোর মধ্যে রয়েছে: এস.এ.আর ব্রিকস ৩ লাখ টাকা, এম.বি.পি ব্রিকস ৩ লাখ টাকা, এ.এম.বি ব্রিকস ৩ লাখ টাকা, এ.কে.বি ব্রিকস ৩ লাখ, এম.জেড.বি ব্রিকস ৪ লাখ, এইচ.কে.বি ব্রিকস ৩ লাখ, এইচ.আর.বি ব্রিকস ৩ লাখ, এইচ.বি.বি ব্রিকস ৩ লাখ ও মোল্লা সুপার ব্রিকস ৩ লাখ।

অভিযানে উপস্থিত ছিলেন নাটোর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. বরহান উদ্দিন, সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. আরাফাত রহমান এবং গুরুদাসপুর থানার এসআই মো. মাসুদ রানা। উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ সংরক্ষণ ও কৃষি উৎপাদন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টিএইচ