বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গুরুদাসপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি 

গুরুদাসপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

নাটোরের গুরুদাসপুরে রোববার (৮ সেপ্টেম্বর) উপজেলা মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুল ইসলাম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম আক্তার, কৃষি অফিসার মো. হারুনর রশীদ, সমাজসেবা অফিসার মো. শফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার গুরুত্ব ও সাক্ষরতার প্রসার নিয়ে আলোকপাত করেন। তারা বলেন, শিক্ষা দেশের উন্নয়নের অন্যতম হাতিয়ার, এবং সাক্ষরতার প্রসার নিশ্চিত করার মাধ্যমে জাতিকে এগিয়ে নেয়া সম্ভব।

টিএইচ