বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গুরুদাসপুরে চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি 

গুরুদাসপুরে চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি  চেয়ারম্যান আইয়ুব আলীকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার নাজিরপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আলী বাদী হয়ে গুরুদাসপুর আমলি আদালতে একটি চাঁদাবাজির মামলা করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ বিষয়টি তদন্ত করে এবং আদালতের নির্দেশে মামলাটি থানায় রেকর্ড করা হয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে চেয়ারম্যান আইয়ুব আলীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

মামলার বাদী ফিরোজ আলী বলেন, গতবছরের জুলাইয়ে তার কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন চেয়ারম্যান আইয়ুব আলী। চাঁদার টাকা না পেয়ে বিদ্যালয়ের ক্রয়কৃত ১৩ শতক জায়গা অবৈধভাবে দখল নিয়ে কাটা তার দিয়ে ঘিরে রাখে এবং অতীতে তার বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা মামলা চাপিয়ে দেয়, তাই চেয়ারম্যানের বিরুদ্ধ তদন্ত করে শাস্তি দাবি করেন তিনি।

অভিযুক্ত চেয়ারম্যানের আপন ভাই নজরুল ইসলাম বলেন, সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে শুধু হয়রানি ও আইয়ুব চেয়ারম্যানের ভাবমূর্তি ক্ষুণ্ন করাটাই বাদীর উদ্দেশ্য। 

ইউনিয়নবাসীর পাশে আমরা অতীতে ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। এর সঠিক তদন্ত করে ন্যয় বিচার দাবি করেন তিনি। গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, শনিবার (১৯ অক্টোবর) আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

টিএইচ